|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রবাসীর বউ কে শ্লীলতাহানি করল শশুর, হুমকি মামলা প্রত্যাহারের- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২০
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ১ নং তুষখালী ইউনিয়ানের ছোট মাছুয়া গ্রামের মৃতঃ মহব্বত আলীর পুত্র আঃ খালেক হাওলাদার (৬০) গত ৫ই নভেম্বর সন্ধায় পুত্রবধূ দুই সন্তানের জননী মোসাঃ নাসরিন বেগম(৩০) কে একা ঘরে পেয়ে রুমে প্রবেশ করে তার যৌন কামনা চরিতার্থ করে এবং তর ইজত হরনের জন্য তাকে চেপে ধরে।
পুত্রবধূর ডাক চিৎকার করায় আশেপাশের লোকজন ছুটে আসে।
উল্লেখ্য নাসরিন বেগম এর স্বামী ওমান প্রবাসী একজন প্রবাসীর বাড়ীতে এসব ঘটছে মেনে নিতে পারেননি তার স্বামী,
শশুর আঃ খালেক হাওলাদার র্দীঘ দিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
উক্ত ঘটনার পরে নাসরিন বেগম ৯ই নভেম্বর মঠবাড়ীয়া থানায় সু-বিচার চাইতে গেলে আসামিরা প্রভাব শালি হওয়ায় থানায় মামলা রুজু না করে ফিরিয়ে দেয়।নাসরিন বেগম মামলা করতে না পেরে পিরোজপুর এডিশোনাল এসপি কাছে গেলে তাহার কথা সুনে তিনি মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান কে মামলা নেয়ার জন্য ফোনে নির্দেশ দেন।
এর পরে ১৩ই নভেম্বর দুপুর নাগাত মামলা রুজু করে। মামলা নাম্বর ১৮/৪৫৪
নাসরিন বেগম আরো জানান মামলার খবর পেয়ে আসামিরা তাহার বসবাস করার গৃহের সকল মালামাল লুট করে নিয়ে গেছে।তাই তিনি মঠবাড়িয়া জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি লুট মামলা দায়ের করেন।
মহামন্য আদালত মামলাটি তদন্তত করার জন্য মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ মিয়ার কাছে প্রেরন করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান দৈনিক বাংলার অধিকার কে জানান মামলাটি তদন্তত চলছে।
এখনও কোন আসামিরা গ্রেপ্তার হয়নি আমরা চেষ্টা করছ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.