সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (মধ্যম জয়পুর) মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে ধারা অব্যাহত ধরে রেখেছে শুভপুর ইউনিয়ন পরিষদ'র ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, আমার ওয়ার্ডে ধনী, গরীব, মধ্যবিত্ত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত আমার কার্যলয়। এখানে ওয়ার্ডের যে কেউ এসে অভিযোগ দিতে পারে। অভিযোগের ভিত্তিতে আইন মোতাবেক সমাধান করার চেষ্টা করি। ন্যায় বিচার কার্য সম্পাদনের পক্ষপাতিত্বের কোন সুযোগ নেই। তিনি আরো জানান, আমার ওয়ার্ড বাসিকে শতভাগ সেবা দিতে আমি সবসময় প্রস্তুত। উন্নয়নের রোল মডেল হিসেবে ১নং ওয়ার্ডকে (মধ্যম জয়পুর) একটা আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে উপস্থাপন করার তাগিদে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি ইউপি সদস্য হওয়ার পর আমি কতটুকু কাজ করেছি তা জনগনে বিচার করবে। ফেনী-২ আসনের মাননীয় সাংসদ ও জেলা আ'লীগের বিপ্লবি সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী'র দিক নির্দেশনায় এবং শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু'র একান্ত প্রচেষ্টায় ১ নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।
করোনা মহামারি সময় অত্র ওয়ার্ডে জনগন খাদ্য সংকটে পড়ে নাই। জননেত্রী শেখ হাসিনার উদার মনোভাবে আমাদের ওয়ার্ডে সবার ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার সহ পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়াও আমার বন্ধু মহলের সহযোগিতায় ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে কয়েক ধাপে করোনাকালিন সময় অনুদান সহ খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরন করা হয়। বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালিন ভাতা সহ বিভিন্ন সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সুশৃঙ্খল ও সুন্দর ভাবে বন্টন করেছি ১ নং ওয়ার্ডে। ইনশাআল্লাহ্ আগামীতে ওয়ার্ডবাসিকে সাথে নিয়ে এই উন্নয়নেরর ধারা অব্যাহত রাখবো। ওয়ার্ডবাসিকে সেবা প্রদানে লক্ষে রাতদিন কাজ করে যাচ্ছেন বলে দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।