|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
তাহিরপুরে ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় শ্রমিক নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবাবপুর গ্রামের সামনে পাটলাই নদীতে ইঞ্জিন চালিত নৌকার ধাক্কায় নিহত হয়েছেন এক পাথর শ্রমিক,নিহত শ্রমিকের নাম অনুকুল দাস (৩০) সে উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের (প্রিয়) সিন্ধু দাসের ছেলে। গুরুতরভাবে আহত হন একই ইউনিয়নের নৌকার মাঝি খোকন মিয়া (৩৫) তিনি নবাব পুর গ্রামের আর্শেদ আলীর ছেলে।
জানাগেছে,নিহত অনুকুর মিয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মঙ্গলবার ভোর রাতে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন।বের হওয়ার ক মিনিট হতে না হতেই নদীতে অপর একটি ইঞ্জিন চালিত নৌকা ধাক্কা দেয়,আর ওই ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে পড়েন শ্রমিক অনুকুল।এ পর্যায়ে সেখানেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মুহূর্তে ঘটনাস্থলে পৌছেঁ যান,এবং সেখান থেকে অপর নৌকার মাঝি বিল্লাল (৩৫) কে আটক করা হয়।আটককৃত মাঝি একই ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের ধন মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়,এবং একটি মামলাও হয়েছে।
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)#১৮/১১/২০ ইং
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.