সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া ২ দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধণ করা হয়েছে। উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত "তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার ও আসক্তিরোধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১৭-১৮ নভেম্বর ২০২০) ২ দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুল আলম'র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, নিজকুন্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক সহ উপজেলার অন্যন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ অভিবাবক বৃন্দ। উক্ত মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মোট ২০টি শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহণ করে। উদ্বোধণী অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের স্টল গুলি পরিদর্শন করেন।