|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২০
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং রূপগঞ্জের
সদ্য বিদায়ী ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমকে মিথ্যে অভিযোগে রাজনৈতিক মামলা দিয়ে গ্রেফতার করে জেলা কারাগারে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে পৃথকস্থানে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা ও মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্রদল। বুধবার সকালে রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে পূর্বাচল এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহেল, সজল, রুমি, নাছিম হোসেন প্রিন্স, মাইনুল ইসলম সুরুজ, আরিফ মিয়, ফয়সাল মিয়া প্রমূখ।
একই সময় মুড়াপাড়া সরকারী কলেজের ছাত্রদলের সদস্য সচীব আকিব হাসান'র নেতৃত্বে কলেজ চত্বর এলাকায় আরো একটি বিক্ষোভ মিছিল করা হয়। এ মিছিলে অন্যদের মাঝে যোগ দেন, মুড়াপাড়া কলেজ ছাত্রদল নেতা হৃদয় মিয়া, রহিম, সজিব, পাপ্পুসহ আরো অনেকে।
ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় দাবী করেন, বিএনপিকে দমিয়ে রাখতেই কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। এছাড়াও কোন প্রকার অপরাধ না করেও শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় থাকার কারনে আবু মাসুমকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।আর ওই ভুতুরে মামলায় কারাগারে বন্দি করেছে পুলিশ। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিলম্বে সকল নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবী করেন তারা।
তারিখঃ ১৮.১১.২০২০ইং
মাহবুব আলম প্রিয়
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মুঠোফোন ঃ ০১৯১৬৯৫৭৪৯৪
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.