|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
মোজাম্বিকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত হলেন বাংলাদেশি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২০
মোজাম্বিকে মুক্তিপণ দিয়ে মুক্ত হলেন এক বাংলাদেশি
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে মুহাম্মদ রশিদ (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হওয়ার পর মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন। ১১ নভেম্বর ভোরে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
৩ নভেম্বর মোজাম্বিকের মনিকা প্রদেশের চিমোইও এলাকা থেকে ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায় কৃষাঙ্গদের একটি দল। তিনি ওই এলাকায় ব্যবসা-বাণিজ্য করতেন।
মোজাম্বিকে অবস্থান করা এক বাংলাদেশি জানান, যেখান থেকে রশিদকে অপহরণ করা হয়েছিল মুক্তিপণ আদায় করার পর সেখানেই তাকে আবার নামিয়ে দিয়ে গেছে অপহরণকারীরা। রশিদ কিছুটা অসুস্থ আছেন।
কতটাকা মুক্তিপণ দিতে হয়েছে সে বিষয়ে কিছু বলাতে রাজি হননি তিনি।
বাংলাদেশি কমিউনিটি থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও স্থানীয় পুলিশ প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।রশিদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.