|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
মহামায়া ইউনিয়নে ধর্ষক ও নির্যাতকদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জাসদ’র মশাল মিছিল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২০
সারাদেশে নারী, ছাত্রী, শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক, ধর্ষক, খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত, গৃহে নারী, শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাগরিব'র পর মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল'র নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মশাল মিছিলটি ইউনিয়নস্থ চাঁদগাজী বাজারে দলীয় কার্যলয় থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
ধর্ষন বিরুধী মশাল মিছিল ও সমাবেশ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সহ-সভাপতি হাজী মোঃ নুরুল আমিন ও উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ।
ধর্ষক, নির্যাতকদের প্রশাসনিক, রাজনৈতিক আশ্রয়, প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষন, নির্যাতনসহ সকল সামাজিক অনাচার, অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। যে রাজনৈতিক নেতারা ধর্ষক, নির্যাতক, খুনীদের সাথে হাত মেলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী, ছাত্রী, শিশু নির্যাতন, ধর্ষন, হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক, ধর্ষক, খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত, ঘরে নারী, শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়ন শাখা আয়োজিত মশাল মিছিল, সমাবেশে সমবেত জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তারা এ বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিল, উপজেলা জাসদ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ্ রিপন, দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বশর, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুঁইয়া, সহ-সভাপতি সিরাজদৌল্লাহ পাটোয়ারী সহ মহামায়া ইউনিয়ন থেকে আগত জাসদের নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.