|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
নিখোঁজ সিদ্দিকের লাশ ড্রাম থেকে উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২০
গত মঙ্গলবার রাত ১১ টায় পুলিশ একটি নীল ড্রামের ভেতর থেকে জিন্স প্যান্ট পরা ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে।
কুমিল্লা জেলার কাজীপাড়া থানা সদর দক্ষিণে সিদ্দিকুর রহমান নামে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ চাঁদপুর জেলার শাহরান্তি, হাজীগঞ্জ বর্ডার থেকে উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
১১ নভেম্বর বুধবার রাত প্রায় সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। তিনি জানান, মৃত ক্ষতবিক্ষত যুবকের উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। সে ছিলো মৃত আমির হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান। তার লাশটি আমরা ক্ষতবিক্ষত অবস্থায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করেছি।
পুলিশ সুপার মো. মাহবুুবুর রহমান আরো জানান, মৃত ওই যুবক সিদ্দিক ১০ নভেম্বর নিখোঁজ হয়। তাকে খুঁজে পেতে তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডি নং-৪৮৪। নিখোঁজ হওয়ার সময় তার সাথে দুইটি মোবাইল ছিলো। যার সিম নামম্বার ০১৭০৬০১৮৬৪০ এবং ০১৮১১৯৯০০৭৮। পরে চাঁদপুরে সিদ্দিক এর মৃত দেহ ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি তার স্বজনরা দেখে এবং লাশ সনাক্ত করেন। আমরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করছি।
তাৎক্ষণিকভাবে মৃত ওই যুবকের পরিচয় না মিললেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত যুবক সিদ্দিকুর রহমানের ছবি দেখে তার স্বজনরা তাকে চিহ্নিত করেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.