সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ওটি এটেনডেন্ট মোঃ নুরুল করিম (সোহেল) এর বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় ভুক্তভোগী ইসরাত জাহান নিজে বাদী হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা'র নিকট অভিযোগ পত্র দাখিল করে। বাদী ইসরাত জাহান অভিযোগ পত্রে জানান, গত ১৫ই অক্টোবর ২০২০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা ওটি এটেনডেন্ট মোঃ নুরুল করিম (সোহেল) জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছি পক্ষান্তরে আমি বলি হাতের আঙ্গুলে একটা আঁচিল হয়েছে এখানে আঁচিল এর চিকিৎসা করা যায় কিনা?? তখন ওটি এটেনডেন্ট নুরুল করিম (সোহেল) ডাঃ রোজী সুলতানা'র পরামর্শে টাকা দাবি করার পর সরল বিশ্বাসে অপারেশন করতে রাজি হই। বাদী আরো জানান, অপারেশনের সাত দিন পর ড্রেসিং করতে আসলে আঙ্গুলের ক্ষত না শুকানের আগেই সেলাই কেটে দেয় ওটি নুরুল করিম। পরবর্তীতে আঙ্গুলের অবস্থা অবনতি হতে থাকলে ফেনীর এক অর্থপেডিক্স ডাক্তার এর শরণাপন্ন হই এবং ডাক্তার দেখা মাত্রই চট্রগ্রাম মেডিকেল এ স্থানান্তর করে। বর্তমানে আমার আঙ্গুলের অবস্থা এত অবনতি হচ্ছে যে ডাক্তারগন আঙ্গুলটি কেটে পেলার আশংকা প্রকাশ করেছেন। বাদী লিখিত অভিযোগে আরো জানান, তখন জরুরি বিভাগে ডাঃ রোজী সুলতানা দায়িত্বে ছিলেন। আমার মত সেবা নিতে আসা আর কোন রুগী যেন টাকার বিনিময়ে অপচিকিৎসা স্বীকার না হয় এবং ওটি নুরুল করিম (সোহেল) এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে সকল সংশ্লিষ্ট প্রসাশন'র কাছে জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আবাসিক ডাঃ মোঃ শোহেব ইমতিয়াজ নিলয়কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।