সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, পৌর মেয়র এম. মোস্তফা, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফএম আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম।
উক্ত সভায় বক্তারা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল আছে। চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, ধর্ষন, ইভটিজিং, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সকলে মিলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই সুন্দর ও সমৃদ্ধ উপজেলা গড়ে উঠবে। শীত মৌসুমকে সামনে রেখে চুরি ঠেকাতে প্রতিটি পাড়া মহল্লা পাহারাদার বসানোর জোর দাবি করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মমিন, শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, মধুগ্রাম বিজিবি কমান্ডার মিজানুর রহমান, পুর্বদেপুর বিজিবি কমান্ডার মোস্তফা কামাল, আনসার ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার, পৌর মহিলা কাউন্সিলর সাহেনা আক্তার, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ আরো অনেকে।