এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
"বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ ৭(নভেম্বর) শনিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও এ্যকাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,চেয়ারম্যান ইউ,সি,সি,এ, লিঃ বিরামপুর শাখার মোঃ রুহুল আমিন সরদার, বিরামপুর উপজেলা অটোবাইক মালিক চালক সমিতির সভাপতি শ্রীঃ শীবেশ কুন্ডু, সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আমেনা বেগম,৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, প্রস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোহেন, বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন,জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সমবায় বিশেষ ভূমিকা পালন করতে পারে।