সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায়ের সাত রংয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাগলনাইয়া ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগ'র আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, ছাগলনাইয়া থানা সাব ইন্সপেক্টর মাঈনউদ্দিন।
সভায় বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।
সেবা তথ্য আপা তানজিন বিন আহমেদ'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইউছুপ ভুঁইয়া, স্টার ইসলামি (ফাউন্ডেশন) বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মির্জা মীর কাশেম, আপন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, আমানত মাল্টিপারভাস সভাপতি জামশেদ আলম চৌধুরী ও জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার।
এতে আরো উপস্থিত ছিলেন, সমবায় অফিস সহকারি পরিদর্শক সম্রাট সাহা, কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সমবায় সমিতির উদ্যোক্তাগন।