|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
বিরামপুরে নারীর ক্ষমতায়নে নারী উন্নয়ন ফোরাম ও ডেমোক্রেসি ওয়াচ এর মানববন্ধন অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২০
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর বিরামপুরে নারীর ক্ষমতায়নে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও ডেমক্রেসি ওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় গতকাল বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অত্র মানববন্ধনে নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলামগণ প্রমূখ।
উক্ত উপজেলার বিভিন্ন রাজনৈতিক মূল দলের সভাপতি,সম্পাদক, ও ৭ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও অনির্বাচিত নারী এবং অপরাজিতা মহিলা সদস্যা বৃন্দ। এতে ১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদের সরকারি ও বে-সরকারি কমিটিতে ৩৩% নারীর অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.