|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুভপুরে মাদক বিক্রেতাদের হামলা গুরতর আহত মোঃ ফরহাদ থানায় অভিযোগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২০
ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড (জয়পুর) সাহেবের হাট বাজার নামক স্থানে ট্রাক ড্রাইভার মোঃ ফরহাদ নামে এক ব্যাক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় শুভপুর সাহেবের হাট বাজার'র জিরোপয়েন্টে। এব্যাপারে বাদী মৃত ফিরোজ আহাম্মদ ভুঁইয়া'র ছেলে মোঃ ফরহাদ ছাগলনাইয়া থানা লিখিত অভিযোগ দায়ের করে। বাদী লিখিত অভিযোগে জানান, বিবাদী মৃত ছায়েদ মেস্তরি'র ছেলে মোঃ বাশিক উদ্দিন নেজাম (২৫), মোঃ হাসেম'র ছেলে মোঃ পারভেজ (২৪), নেজাম ড্রাইভার'র ছেলে মোঃ রাহি (২৫), মৃত রফিক মেস্তরি'র ছেলে ইমাম হোসেন (২১) উভয় সাং জয়পুর. উক্ত আসামীদ্ধয় গত ৩০ অক্টোবর আমার কাছে মাদক সেবনের জন্য ৫০০০/- টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকৃতি জানাই। তারই পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর শুভপুর সাহেবের হাট বাজারে জিরোপয়েন্টে আমি সমবয়সীদের সাথে আড্ডা দিতে গেলে আসামীদ্ধয় ও অজ্ঞাত ২/৩ জন আগে থেকে পরিকল্পনা করে লাঠিসোটা, লোহার রড়, ধারালো ছুরি দিয়ে আক্রমন করে আমার হাতে, পায়ে, বুকে, পিঠেসহ ও শরীরের অন্য অন্য স্থানে এলোপাতাড়ি পিটাইয়া মেরে পেলার উদ্দেশ্য রক্তাক্ত ফুলা জখম করে। এসময় মাথায় ছুরি দিয়ে কোপাতে থাকে। কোপানোর এক পর্যায়ে আমি অচেতন হয়ে পড়ে গেলে আসামীদ্ধয় আমার কাছে থাকা নগদ ১৮,১০০/- টাকা, দুটি মোবাইল (সিম্পনি টার্চ ও স্যামসাং গ্লাক্সি) যার আনুমানিক মুল্য ১৪০০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করায় যার রেজিং নং- ১৩৪১/০৪। বাদী মোঃ ফরহাদ লিখিত অভিযোগে আরো জানান, উপরোক্ত আসামীদ্ধয় এলাকায় প্রকাশ্য সন্ত্রাসী, মাস্তানি, মাদক বিক্রি ও মাদক সেবন করে বেড়ায়, ওদের অত্যাচারে এলাকাবাসি যেন নির্বিকার। বাদী আরো জানান, আসামীদ্ধয় প্রকাশ্য বিশ্রী ভাষায় গালাগাল করে বলে এবিষয়ে যদি থানায় অভিযোগ দেওয়া হয় তাহলে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। বাদী আরো জানান, এমতাবস্থায় ছাগলনাইয়া থানা প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে প্রার্থনা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের প্রানে বাঁচাতে সকলের নিকট আর্জি জানাচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সত্যতা খুঁজে পাওয়া গেলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.