মিঠু মুরাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল)
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। করোনাক্রান্তিকালে দিনের পর দিন স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্মরত চিকিৎসকরা হাসপাতালে অনুপস্থিত থেকে বিভিন্ন চেম্বারে রোগী দেখার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিতে গ্রামীণ জনপদ থেকে আসা ছিন্নমূল রোগীদের সংখ্যা কমে গেছে অধিক হারে।
রোগীদের কাঙ্খিত চ চিকিৎসা সহ পাওয়া যাচ্ছেনা পরিষ্কার পরিচ্ছন্ন বা মানসম্মত খাবার তাই পাটগ্রাম উপজেলার একমাত্র এ হাসপাতালের প্রতি বিমুখ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরেজমিনে দেখা যায় বাথরুম টয়লেট এবং গোসল করার রুম পর্যন্ত নেই কোন পরিষ্কার পরিচ্ছন্ন। এমন কি রোগীদের বেটটি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নেই এরকম অভিযোগ উঠেছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
এমতাঅবস্থায় রোগীদের সাথে কথা বলে জানা গেছে আমরা সুস্থ হওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসি। কিন্তু এখানে যে পরিস্থিতি আমরা যেটা সুস্থ সম্ভাবনা তার চেয়ে বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও নার্সরা মিলে কোনোরকমে চালাচ্ছেন চিকিৎসা পরিষেবার কাজ। একেবারে নিরুপায় হয়ে যে কজন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে আসেন, তাদের সঠিকভাবে চিকিৎসাসেবা না দিয়েই অধিকাংশ রোগীকেই আবার রেফার্ড করা হয় বিভিন্ন হাসপাতালে।