|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
কেশরাঙ্গা গ্রামকে সবুজ বাংলা গড়তে মানব উন্নয়ন ফাউন্ডেশনের বৃক্ষরোপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২০
চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন এর কেশরাঙ্গা গ্রামকে সবুজ নগরী হিসাবে গড়ে তোলার জন্য ২৬ অক্টোবর সোমবার বিকাল ৪ ঘটিকায় কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়েছে।
[video width="640" height="368" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/10/received_284557796003224.mp4"][/video]
সামাজিক সংগঠন "মানব উন্নয়ন ফাউন্ডেশন" এর প্রজেক্ট "সবুজ বাংলা" এর উদ্যেগে বৃক্ষ রোপনে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্ভোধন করেন সূচিপাড়া দঃ ইউঃ এর মেম্বার মোহাম্মদ আলি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেশরাঙ্গা সরকারি প্রাঃ বিঃ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন ওউপজেলা পরিসংখ্যান অফিসের সহঃ কর্মকর্তা মোঃ [video width="640" height="368" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/10/received_2733863456880866-1.mp4"][/video]
খলিল এসময় আরো উপস্থিত ছিলেন কেশরাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর সহ শিক্ষক মঞ্জুর হোসেন সুমন,বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান তপদার।
[video width="640" height="368" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/10/received_1097273607354474.mp4"][/video]
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর মোঃ ইব্রাহিম খলিল,রকি সাহা,হাছান আহমেদ,মোঃ জাহিদ
শাহরাস্তি উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক রবিউল হাছান সহ অন্যান্য সদস্য বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.