|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় স্বল্পমূল্য টিসিবি’র পণ্য বিক্রি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২০
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় টিসিবি'র ফেনী জেলা ছাগলনাইয়া শাখার ডিলার সোনালী ট্রের্ডাস'র কর্ণধার হাজী পেয়ার আহমেদ'র নেতৃত্বে ছাগলনাইয়া আদালত প্রাঙ্গঁনে ট্রাক ভর্তি পণ্য বিক্রি করা হয়েছে। এসময় পণ্যের ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে চিনি, ডাল, পেঁয়াজ ও তেল। টিসিবি'র ডিলার সোনালী ট্রের্ডাস'র মালিক হাজী পেয়ার আহমেদ জানান, আজকের মত আগামীতেও ধাপে ধাপে ছাগলনাইয়া ২ কেজি চিনি ১০০ টাকা, ২ কেজি মশুরের ডাল ১০০, ২ কেজি পেঁয়াজ ৬০ ও ৫ লিটার ভোজ্যতেল ৪১০ টাকা ধরে বিক্রি করা হবে। তিনি আরো জানান, আজ সর্বমোট ১৬০০ কেজি টিসিব'র পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিজন গ্রাহক ১১ কেজি করে পন্য কিনেছে বলে জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.