সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ গত ২১ শে অক্টোবর ২০২০ দৈনিক সমকাল পত্রিকায় "ছাগলনাইয়ায় যুবলীগ নেতা লিটনের অত্যাচারে বাড়িছাড়া একাধিক পরিবার" শিরোনামে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোশারফ খাঁন নামক ও ঘোপাল ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সমর্থিত মেম্বার মোশারফ হোসেন'র আইডি থেকে মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনি দিয়ে সংবাদ পরিবেশন করায় যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে বলে লিখিত অভিযোগে সাংবাদিক সম্মেলনে জানায় ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম লিটন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৫ টায় করৈয়া বাজার যুবলীগ কার্যলয়ে এই সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে আরো বলেন, ইউনিয়ন আ'লীগের সকল সহযোগী সংগঠন এর নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গঠন করে একটা অফিস কক্ষ ভাড়া নেওয়া হয়। যাহা প্রতি মাসে ঘর ভাড়া, বিদ্যুত বিল যথাসময়ে পরিশোধ করা হয়। লিটন আরো বলেন, বেলাল গংদের জায়গা দখল করা ও প্রবাসীর স্ত্রীকে হুমকি ধামকি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই দিকে ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি সেলিম কে মারধরের ঘটনাটিও ভিত্তিহীন বরং সাবেক সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ'র সদস্য বাবলুকে ইট দিয়ে মারতে গেলে আমি নিষেধ করি। সিরাজুল ইসলাম লিটন লিখিত বক্তব্য আরো বলেন, দক্ষিন কুহুমা মৌজার ৬ নং খতিয়ান দাগ নং ৭৭২/৭৭৩ এর প্রায় ৩ শতক জায়গা বায়না সূত্রে জাহেদা বেগম, আনোয়ারা বেগম, ছুট্টু মিয়া গং থেকে মালিক হই। উক্ত জায়গাটি বিক্রির উদ্দেশ্য আমার পাশবর্তী মরহুম আবদুল করিম'র ছেলে বেলাল হোসেন, মোশারফ হোসেন গংদের কাছে উক্ত ৩ শতক জায়গা বায়না পত্র করি যেটা আমার কাছে সকল কাগজ পত্রাদি সংকলিত আছে। সে সুবাধে ৫ তলা বিশিস্ট ৩ তলা নির্মিত মার্কেট এর নীচ তলায় দক্ষিন পাশে সাব কবলা দলিলে রেজিস্ট্রি করে আমাকে বুঝাইয়া দিয়ে থাকে। তিনি আরো বলেন, থানায় আমাকে ২ দিন আটকের বিষয়টি সত্য নয় দাবি করেন। তাই আমার বিরুদ্ধে দৈনিক সমকাল বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশন করায় আইনগত ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান মাষ্টার আবুল কালাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন মেম্বার, সাধারণ সম্পাদক নুর ইসলাম মেম্বার, দক্ষিণ মন্দিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামসহ ইউনিয়ন, ওয়ার্ড, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।