|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৬শে ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২০
হাকিকুল ইসলাম খোকন ,
আগামী ২৬শে ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল করার জন্য
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক বৈঠক ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে।সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।সদস্য সচিব আবুল বাসার মজুমদার সভা পরিচালনা করেন। বক্তব্য পেশ করেন শাহজাহান মোল্লা, আলমগীর গনি, সাজ্জাদুল কবির, কামরুল ইসলাম, আবদুল মজিদ, এম আর প্রিন্স, শেহাব উদ্দিন আহমদ টিপু প্রমুখ।বৈঠকে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে সংস্থার জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সময়ের মধ্যে কাউন্সিলার নির্বাচন সম্পন্ন করতে হবে। স্টিয়ারিং কমিটি আগামী ২৬শে ডিসেম্বর সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ৩৯তম কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ৩৯তম কাউন্সিল সফল করার লক্ষ্যে শাহজাহান মোল্লাকে আহ্বায়ক ও আবুল বাশার মজুমদারকে সদস্য-সচিব করে একটি প্রস্ত্ততি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঃ আলমগীর গনি, সাজ্জাদুল কবির, কামরুল ইসলাম, মুসা খান ও আনিসুর রহমান প্রধান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.