|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মারা গেছেন অভিনেত্রী শ্রাবন্তীর মা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২০
মারা গেছেন অভিনেত্রী শ্রাবন্তীর মা
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অবশেষে সেখানেই চিকিৎসা চলাকালীন না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা।
আজ মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
এর আগে গেল ১২ অক্টোবর শ্রাবন্তী জাগো নিউজকে জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী।
জানা গেছে, আজ শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.