|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া জেলা তাঁতী লীগ নেত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২০
শারদীয়/দুর্গোৎসব দুর্গাপূজা উপলক্ষে সর্বজনীন সবাই কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীমতী কণা রানী বিশ্বাস। শারদপ্রাত,শারদ আকাশ প্রকৃতীর মনোমুগ্ধকর গন্ধ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো......!
শিউলীফুল,কাশফুল,পদ্মফুল মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো.....!
ধরনীর বুকে আনন্দ অনুরাগের ঢাকের শব্দ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো.....!
মঙ্গল প্রদীপ,বিল্লবৃক্ষ, শঙ্খের মঙ্গলধ্বনি, সিঁদুরের চিহ্ন, আলতা রাঙ্গানো রাতুল শ্রীচরনের নুপূরের শব্দ মনে করিয়ে দিচ্ছে মা তুমি আসছো....!
মা গো তুমি তো তোমার সন্তানগনের পরমমঙ্গল করার জন্য,বিপদ-আপদ, দুঃখ-কষ্ট,শোক,অসুখ বেদনা,দারিদ্র দূর করে সকল ঔষরিক শক্তি বিনাশ ধরনীতে শান্তির বার্তা নিয়ে মহাআনন্দে আসছো.........!
তোমাকে সু-স্বাগতম্ জগৎ জননী মা দুর্গা....!
অগনিত প্রণাম নিবেদন বারংবার রাঙ্গা শ্রীচরনে মা তোমার এবং তোমার পরিবারের সকলের শ্রীচরনে।
সবাই কে আসন্ন শারদীয়া দুর্গাৎসবের শুভেচ্ছা,অভিনন্দন ও প্রণাম।
সবার পূজা মহা আনন্দে কাটুক এই কামনা রইলো। বলো দুর্গা মা কি জয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.