|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ার ঘোপালে ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষক গুরুতর আহত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২০
১০ নং ঘোপাল ইউনিয়নের পুরাতন সমিতি বাজার নামক স্থানে এক স্কুল শিক্ষককে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে, তাঁর নাম মোঃ মোস্তফা কামাল। তিনি নিজকুন্জরা কেজি আদর্শ বিদ্যালয়'র সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন। ঘটনার বিবরনে জানাযায়, প্রতিদিনের মত শিক্ষক মোস্তফা কামাল ভোরে ফজর'র নামাজ আদায় করতে পুরাতন সমিতি বাজার'র পশ্চিম পার্শ্বে মসজিদে গিয়ে থাকে, প্রতিদিনের ন্যায় সোমবার (১৯ অক্টোবর) ভোরে নামাজ পড়ে আসার সময় ৩/৪জন দুর্বৃত্ত তাঁর হাতে থাকা মোবাইল সেট হাতিয়ে নিতে চেষ্টা করে, শিক্ষক মোস্তফা কামাল বাঁধা দিলে দুর্বৃত্তরা তাঁর হাতে পিঠে কয়েকদফা চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় মুসল্লিরা আক্রান্ত অবস্থায় প্রথমে বারৈয়ারহাট একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ ফেনী সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। আহত মোস্তফা কামাল'র গ্রামের বাড়ি নাটোর জেলা বলে জানাযায়।
এবিষয়ে জানতে চাইলে ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক জানান, ঘটনাটি সত্যই দুঃখজনক, পুলিশ প্রসাশন ও সকলের সহযোগিতায় দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনে সোর্পোদ করা হবে। ঘোপাল তদন্ত কেন্দ্র (পুলিশ ফাঁড়ি) এর অফিসার ইনচার্জ শাহীন মিয়া জানান, ঘটনা জড়িতদের শনাক্তের কাজ চলছে।
এলাকাবাসি জানান, রাত পোহালে দুর্বৃত্তদের আনাগোনা বেড়ে যায়। ঘোপাল তদন্ত কেন্দ্র ও ফাজিলপুর (মুহুরিগন্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছাকাছি এই ধরনের ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.