|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
বকুলবাড়িয়ায় খুনের ভয় দেখিয়ে ১,৫০০০ টাকার গাছ কেটে নিলো ভয়ানক সন্ত্রাস ও ডাকাত ক্যাডার বাহিনী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২০
মাদকের মামলায় তিবার
ধর্ষনের মামলায় একবার
চাঁদাবাজির মামলায় দুইবার
ডাকাতি, খুন ও সন্ত্রাসী মামলায় একাধিক বার জেল খাটা কুখ্যাত ভয়ানক সন্ত্রাস হারুন ডাকাত সহ তার সন্ত্রাস চক্র বকুলবাড়িয়া ৪নং ওয়ার্ড মোঃ মজিবুর রহমানের জমিজমা, দোকানপাট সব জোর করে লুটপাট করে খায় , গতকাল সকাল ১০ টার সময় মজিবুর রহমানের বাড়ির সামনে সন্ত্রাস ক্যাডার বাহিনী রানদাঁ, ছুড়ি,ও বিভিন্ন অস্ত্র নিয়া বসে থাকে ঘড় থেকে বের হলে খুন করার ভয় দেখিয়ে বাগান থেকে ১,৫০০০ টাকার গাছ কেটে নিয়ে।
হারুন ডাকাত সব সময় ই বলে দেশের কোন আইন আমি মানি না, আমার দরকার চাঁদা, চাঁদা না পেলেই খুন।
যা স্থানীয় লোকজন সবকিছু দেখেছে । দ্রুত শান্তির দাবি, এলাকার নিরহ মানুষের।
কুখ্যাত সন্ত্রাস হারুন ডাকাত
তার সন্ত্রাস বাহিনী দিয়ে দেশে খুন, চাঁদাবাজি , ধর্ষণ ডাকাতি করেই চলছে । যার অত্যাচারে এলাকার নিরহ মানুষ মৃর্তুর মুখে জীবন যাপন করছে ।
১৭/১০/২০ তাং রাতে গলাচিপা থানায় এসব সন্ত্রাস চক্রের বিরুদ্ধে একটি কেজ করা হয়। তাই প্রশাসনের কাছে দাবি বারবার আইনের ফাক দিয়ে বের হয়ে আসা এ সকল সন্ত্রাস চক্রের সর্বোচ্চ শান্তি দাবি করছি ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.