|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘনায় নিহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় দ্রুতগামী গাড়ীর চাপায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত শিরিয়া বেগম(৭০) সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও গ্রামের শেখ কাদিরের স্ত্রী।
শুক্রবার সকাল ৯ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের নিমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিক ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করে স্থানীয় জনতা। ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের উভয় পাশে প্রায় ৭ কি:মি:দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহন এবং হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে হাসাড়া হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে প্রায় দেড় ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। হাসাড়া হাইওয়য়ে থানার সাব-ইন্সপেক্টর মুজিবুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দ্রুতগামী গাড়ী চাপয় বৃদ্ধা মারা যায় তবে কোন ধরনের গাড়ী ছিল আমরা জানতে পারিনি। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে যান চলাচল স্বাভাবিক আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.