|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ, শ্বশুর গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২০
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত শ্বশুর মিলন মিয়াকে উপজেলার বিহার ইউনিয়ন থেকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, বছর চারেক আগে মিলন মিয়ার ছেলের সাথে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী পেশায় পরিবহণ শ্রমিক হওয়ায় প্রায় রাতেই বাড়িতে থাকতেন না। বিয়ের কিছুদিন পর থেকে এই সুযোগে তার শ্বশুর মিলন মিয়া তাকে ধর্ষণ করতে শুরু করেন।
প্রাণনাশের ভয় দেখিয়ে দিনের পর দিন এমন নিপীড়ন চলার পর ওই গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়ি এবং বাবা-মাকেও জানায়। কিন্তু তাতেও শ্বশুরের নিপীড়ন বন্ধ না হওয়ায় সোমবার তিনি থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
তিনি বলেন, মামলা দায়ের করার পর দুপুরেই অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ বিকেলে বগুড়ার আদালতে ২২ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.