|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোনাগাজীতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২০
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সোনাগাজীর সোনাপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
সোনাপুর হাজী সেলিম কিন্ডার গার্টেনের উদ্যোগে ৯ অক্টোবর শুক্রবার সকালে সোনাগাজী-মুহুরী প্রকল্প আঞ্চলিক মহাসড়কে উক্ত বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সেলিম উর রেজার সভাপতিত্বে ও শিক্ষক মো. শাহাজাহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের পরিচালক জামাল উদ্দিন, সমাজ সেবক গোলাম মাওলা জিহাদী, সোনাপুর যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি নাজমুল হাসান দিপু, অভিভাবক আবুল কাসেম, আস্রাফ উদ্দিন মিস্টার, শিক্ষিকা শিরিন আক্তার ও সাবিনা ইয়াছমিন কেয়া প্রমূখ।
বক্তাগণ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর উপযুক্ত বিচার দাবি করেন। ধর্ষণরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সরকার কর্তৃক কঠোর আইন প্রণয়ন এবং নারীদের সুরক্ষার দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.