|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দলিল লেখক সাইফুল ইসলামের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে সাবরেজিস্টার অফিসে দলিল লেখকের মৃত্যু হয়েছে।
সাইফুল উপজেলার চরশ্রীরামপুর মাইজপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। সে দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলা সবরেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতো।
নিহতের ফুফাতো ভাই শফিক জানান, গত (৬)অক্টোবর মঙ্গলবার সে নিজ বাড়িতে একটি ডাল কাটতে গাছে উঠে।ডালের অর্ধেক অংশ কাটতেই ডালটি গাছের পাশ দিয়ে চলমান বিদ্যুৎ এর সঞ্চালন লাইনের পড়লে পুরো গাছ বিদুৎতায়িত হয়ে যায়।
ফলে সাইফুল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার ভোর সে মৃত্যু বরণ করে।।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন মৃত্যু কালে স্ত্রী তিন কন্যা সন্তান রেখেগেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.