|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রেসক্লাবে জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র-পানি সম্পদ উপমন্ত্রী শামীম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসাইনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । স্মরণ সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, আওয়ামী লীগ নেতা এম এ করিম,ব্যারিস্টার জাকির আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা এফ এম শরিফুল ইসলাম শরীফ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরিচালক শেখ ইকবাল হোসেন খোকন,মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, আকরাম হোসেন, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.