|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ডাকাতের গুলিতে নিহত রামুর কন্ঠ শিল্পী জনি দে রাজ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে নিহত চট্টগ্রাম আঞ্চলিক ও আধুনিক গানের জনপ্রিয় কন্ঠ
শিল্পী জনি দে রাজ। আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার)
সকাল সাড়ে ৭ টায় ওই সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি দে রাজ (১৮) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে। জনি দে রাজ এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে।
পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় এবং গাড়ি থামানোর পরে এলোপাতাড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে জনি দে গুলিবিদ্ধ হন।
মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাঁওয়ের বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনার পর ঈদগাঁও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.