|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ঝিনাইগাতীতে শারদীয় দূর্গাপুঁজা উপলক্ষে মতবিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
ঝিনাইগাতীতে শারদীয় দূর্গাপুঁজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় থানা কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মালিঝি কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন দোলা, পূঁজা উদযাপন কমিটির সহসভাপতি কমল হাজং, রতন চন্দ্র বর্মন, বিকাশ চন্দ্র বর্মন প্রমূখ। এ মতবিনিময় সভায় স্হানীয় সাংবাদিক ও উপজেলার ১৭ টি পূঁজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।ওসি ফায়েজুর রহমান বলেন,শান্তিপুন্যভাবে কেউ বিগ্নসৃস্ঠি করলে সাথেসাথে পুলিশকে অবহিত করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.