|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাত্রছাত্র একতা সংগঠন ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
দেশে চলমান ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন সহ নারীর প্রতি সকল সহিংসতা রুখতে ও ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ছাত্র একতা সংগঠন। সারাবাংলার ছাত্র সমাজের সাথে একাত্বতা প্রকাশ করে ৭ দফা দাবীতে এই আন্দোলনের ডাক দেন সংগঠনটি। আজ সকাল ১০ ঘটিকায় শাহরাস্তি পৌর এলাকার নাওড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ ও কালিয়াপাড়া হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। ধর্ষণের শাস্তি ফাঁসির দাবীতে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান তুলেন শিক্ষার্থীরা।
সংগঠনের সহ-সভাপতি তানজিম তালুকদারের সঞ্চালনায় সংগঠনের সভাপতি পরেশ চক্রবর্তী জয় তার বক্তবে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার উপর তাগিদ দিয়ে এই ধর্ষণ বিরোধী আন্দোলনেও ছাত্র সমাজকে দূর্বার আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাধারন সম্পাদক রাফি হাসান ৭দফা দাবী উপস্থাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, স্কুল ছাত্র সম্পাদক তানভীর আহম্মেদ পাটওয়ারী, কার্যকরী সদস্য নাঈম, রাসেল, ফয়সাল, অজয় দাস, শাহআলম, অজয়জনি গাজী, মেহেদী হাসান প্রমুখ। একতা সংগঠন ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়-দৈনিক বাংলার অধিকার
মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত,দৈনিক বাংলার অধিকারঃ দেশে চলমান ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন সহ নারীর প্রতি সকল সহিংসতা রুখতে ও ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ছাত্র একতা সংগঠন। সারাবাংলার ছাত্র সমাজের সাথে একাত্বতা প্রকাশ করে ৭ দফা দাবীতে এই আন্দোলনের ডাক দেন সংগঠনটি। আজ সকাল ১০ ঘটিকায় শাহরাস্তি পৌর এলাকার নাওড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ ও কালিয়াপাড়া হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। ধর্ষণের শাস্তি ফাঁসির দাবীতে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান তুলেন শিক্ষার্থীরা।
সংগঠনের সহ-সভাপতি তানজিম তালুকদারের সঞ্চালনায় সংগঠনের সভাপতি পরেশ চক্রবর্তী জয় তার বক্তবে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার উপর তাগিদ দিয়ে এই ধর্ষণ বিরোধী আন্দোলনেও ছাত্র সমাজকে দূর্বার আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাধারন সম্পাদক রাফি হাসান ৭দফা দাবী উপস্থাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, স্কুল ছাত্র সম্পাদক তানভীর আহম্মেদ পাটওয়ারী, কার্যকরী সদস্য নাঈম, রাসেল, ফয়সাল, অজয় দাস, শাহআলম, অজয়জনি গাজী, মেহেদী হাসান প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.