|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার মাঝি নায় বিশ্বাসের পুত্র নুকুল বিশ্বাস (৬) এবং মাঝি পচারু বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস(৬) বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গােসল করতে যায়। গোসলের একপর্যায় দু’জনে গভীর পানিতে ডুবে যায়।
দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতে থাকে। প্রায় আড়াই ঘন্টা পর তাদের দু’জনের মরদেহ পানি থেকে উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.