|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
উলিপুরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি- রাজমিস্ত্রি আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি গ্রামে।
এঘটনায় ওই শিক্ষার্থীর বাবা উলিপুর থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে জেল-হাজতে প্রেরণ করে। আটক শফিকুল উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের জহুরুল ইসলামের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী প্রতিবেশি আব্দুর কাদেরের ফ্রিজে রাখা মাংস নিয়ে দুই সহপাঠিসহ বাড়ি আসার পথে আব্দুল হাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাছে পৌছায়। ভবনে কর্মরত রাজমিস্ত্রি স্কুলের ছাদ দেখার কথা বলে ওই শিক্ষার্থীকে দ্বিতীয় তলায় নিয়ে যায়। এসময় তাকে যৌন হয়রানির চেষ্টা চালালে ভয়ে তার সহপাঠিরা নিচে এসে চিৎকার শুরু করে।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বুধবার রাতেই ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.