|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
মুজিববর্ষ উপলক্ষে বিরামপুরে তালবীজ রোপণের উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে জেলার ১৩টি উপজেলায় ১৩৫০০ তালের বীজ রোপণের শুভ উদ্বোধন হয়েছে মর্মে জানা যায়।
৫ই (অক্টোবর)বেলা ১১ঘটিকার সময় ভার্চুয়াল রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূইয়া দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম সভাপতিত্বে
কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সেই লক্ষ্যে উক্ত ধাঁরাবাহিকতায় বিরামপুর উপজেলায় তালের বীজ রোপণের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,বিরামপুর থানার ওসি(তদন্ত) মতিয়ার রহমান,উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আলি,৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান এবং সাংবাদিক আকরাম হোসেন,হাফিজ উদ্দিন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.