|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রশ্ন পত্র ফাঁসের প্রধান হোতা আব্দুস সালামকে গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ কয়েক বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের প্রধান হোতা আব্দুস সালামকে গ্রেফতার করেছে সি আই ডি পুলিশ -
ইসলাম ধর্মে দৈনন্দিন জীবনে আল্লাহর উপর ঈমান আনা, তাওক্কুল করা , নামাজ , রোজা , হজ্ব , জাকাত , কোরআন পাঠ ইত্যাদি বিষয়ে ফরজ ও সুন্নাহর বিধান করার প্রধান উদ্দেশ্য হলো এই ধর্মীয় চর্চা গুলি ব্যাক্তিগত জীবনে সঠিক ভাবে ভক্তি সহকারে বিশ্বাসের সাথে করলে একজন মুসলমানের চরিত্র গোলাপ ফুলের মত সৌরভময় ও সুন্দর হযে যায় - সমাজের নিকট সে উত্তম পাত্র হিসাবে বিবেচিত হয় -
কিন্তূ এই লোক কি বুজতে পারছেন তিনি জাতির কত বড় সর্বনাশ করেছেন ?
এক সময়ে বি সি এস প্রিলির প্রশ্ন পত্রও ফাঁস হয়ে যেত বিশ্বাস করতে কস্টকর কিন্তূ প্রশাসনের নাকের ডগায় দুর্নীতির চলমান মহা যজ্ঞ দেখে এখন বিশ্বাস করি
আইনের প্রয়োগহীনতার সুযোগ নিয়ে বাংলাদেশেকে অপরাধীরা মনে করে স্বর্গ রাজ্য। কিন্তু আইন আছে বলে আজ দেশের মানুষ কিছু তথ্য জানতে পারছে।
আর সেই স্বর্গ রাজ্যে এমন লোকজনও আছে যাদের নূরের তাজাল্লি আপনাকে আকর্ষণ করবে দারুন ভাবে, কিন্তূ প্রকৃত পক্ষে তারা নিকৃষ্ট অপরাধী -
আপসোস - এরাই আখেরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করেছে।। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই সঠিকভাবে অপরাধীকে ধরার জন্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.