|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাটগ্রামে ট্রাকের চাপায় ১শ্রমিকের মৃত্যু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় আব্দুল মালেক (৫০) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার( ৬ অক্টোবর) দুপুরে পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের জেএম ফিলিং স্টেশনের সামনে গুড়িয়াটারী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার জগতবেড় ইউনিয়নের বাসিন্দা। তিনি বুড়িমারীতে পাথর ভাঙার কাজ করতেন।
পুলিশ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল মালেক মহাসড়ক পার হওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
এ বিষয়ে পাটগ্রাম থানার (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.