|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নৌকার ভোট চাইতে চাঁদপুরে নিখিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
আগামী ১০ই অক্টোবর রোজ শনিবার চাঁদপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পার্থী এ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে মেয়র নির্বাচিত করার জন্য চাঁদপুর পৌর বাসীর নিকট নৌকা মার্কায় ভোট চাইতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরে এসেছেন চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাঈনুল ইসলাম খান নিখিল।
চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ এম ওয়াদুদ টিপু।
এছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগের, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে, দেশকে ক্ষুধা ও দূর্নীতি মুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গরে তুলতে হবে।দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে।বাংলী জাতিকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল জাতী হিসেবে গরে তুলতে হবে।
আর এতো কিছু সম্ভব শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে।
চাঁদপুর পৌরসভার সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে তিনি পৌরবাসীকে নৌকায় ভোট দিয়ে জননেতা জিল্লুর রহমান জুয়েল কে মেয়র নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন জনাব,জিল্লুর রহমান জুয়েল ছাত্রজীবন থেকেই জনসেবা করতে ভালোবাসেন এই করোনার ক্রান্তিকালে তিনি চাঁদপুরের প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন, নিত্যপ্রয়োজনীয় বাজার, বিনা মূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেন।
বি এন পি কে উদ্দেশ্য করে তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশ গুলো যখন করোনার ভাবায় দিশেহারা অবস্থায় তখন জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের সকল জায়গার আপামর জনতার মাঝে খাদ্যসামগ্রী সহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। আর এই দূর্দীনে বাংলাদেশের অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে তারা করোনাকে পুঁজি করে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ছিল।কিন্তু আজ ভোটের মাঠে যখন ধানের শীষে ভোট চাইতে মাঠে আছেন একন কোথায় আপনাদের করোনার ভয়। তিনি বাংলার সহজ সরল মানুষের সাথে প্রতারনা না করতে বি এন পির প্রতি আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.