|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর আত্রাই –রাণীনগরে উপ নিবাচনে প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
নওগাঁর -6 আসনে উপ-নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা।গত 28 সেপ্টম্বর প্রতীক বরাদ্ধের পর প্রার্থীদেরপোষ্টারে ছেয়ে গেছে উপজেলার সবর্ত্রই।প্রার্থীরা খাওয়া- দাওয়া ছেড়ে দিয়ে কোমড় বেঁধে নির্বাচনে মাঠে ভোটাদের সাথে গন সংযোগে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচনী অফিসের বেধেঁ দেয়া নিয়ম নীতি অনুযায়ী সময় দিচ্ছেন মাঠে ভোটারদের দুয়ারে দুয়ারে।তারা উপজেলার বিভিন্ন উন্নয়নের আশ্বাস ব্যক্ত করছেন। সাথে প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন রাজনৈতিক দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অটো রিক্সা –ইজিবাইকে মাইকও প্রচার প্রচারনা চালাচ্ছে। নির্বাচনে 3জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন। এরা হলেন সরকারী দলের আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল (নৌকা)প্রতীক, আলহাজ্ব শেখ রেজাউল ইসলাম রেজু বিরোধী দল বিএনপি মনোনীত (ধানের শীষ)প্রতীক ও ন্যাশনাল পিপলস পাটি খন্দকার ইন্তেখার আলম ( আম) প্রতীক । তবে চোখে পড়ার মতো নয়। এই উপ-নির্বাচন নিয়ে দুই উপজেলার অলিগলি হাট-বাজার,চায়ের দোকান,হোটেল-রেস্তোরায় সহ বিভিন্ন স্থানে মুখরিত হয়ে উঠেছে ভোটাররা।সেই সাথে উপজেলার অলিগলিতে ছেয়ে গেছে ব্যানার, ফেষ্টুন আর পোষ্টারে।। সকল প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। প্রার্থীরা আরামের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক,কর্মীসভা,পথ সভার মাধ্যমে উপ নির্বাচনের প্রচার-প্রচারনার মাধ্যমে দোয়া কামনা করছেন।ব্যবসায়ী ভোটারদের দোকানে দোকানে গিয়ে ভোট প্রাথনা করছেন প্রার্থী ও প্রার্থীর সমথকরা। শুধু তাই নয় মাঠে কমরত শ্রমিকদের কাছে যাচ্ছেন ভোটের আশায়। এ আসনে ভোটের সংখ্যা 3 লক্ষ 6 হাজার 7 শত 25 জন। গত 27শে জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী 17 অক্টোবর এ আসনের উপ নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন নির্বাচন কমিশনার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.