|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ে করার দাবীতে ফরিদগঞ্জে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গেইটের সামনে ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ স্টুডেন্ট’স কমিউনিটিসহ বিভিন্নন সংগঠন পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা , শিক্ষক, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহসভাপতি আমান উল্ল্যাহ আমান, স্টুডেন্ট কমিউনিটির শামীম হাসান, নাজমুল হাসান অনিক, বাঁধন শীল, শান্ত, হাসান রাফি, হাসান সাকিব, নাজমুল হাসান প্রমুখ। বক্তারা ধর্ষণ প্রতিরোধে ধর্ষণের সবোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার দ্রুততম সময়ে করার জন্য আইন প্রনয়নের দাবী জানিয়ে এসবঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.