|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার.কয়রায় গো-খাদ্যের অভাবে হতাশায় ভুগছে গো-চাষীরা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২০
খুলনা জেলার কয়রা উপজেলায় গো-খাদ্যের হতাশায় ভুগছেন গো-চাষীরা।সরেজমিন ঘুরে দেখা গেছে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের শুড়িখালী,চান্নিরচক,আমির পুর পাটনীখালী,পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কুমখালী হোগলারচক,বাইনবাড়ীয়া দেখা গেছে অত্র এলাকার বদ্ধজলমহলের মধ্যে বেড়ে উঠা কচুরিপানা কেটে তারা গো-খাদ্য হিসাবে খাওয়াচ্ছে। অন্যান্য বছরে এ সময়ে গো-পালনের জন্য তারা খড় বা পল কিনে খেতে দিতেন।কিন্তু করোনা ভাইরাসের কারণে পল খড় যোগাড় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আমাদী ইউনিয়নের চান্নির চক গ্রামের রবীন্দ্রনাথ বৈদ্য।
একই গ্রামের সুবোধ সরদার বলেন এক অভাবের কারণে নিজেদের খাওয়ার অভাব অন্য দিকে ছোটবড় দিয়ে দশ এগারো টি গরু পালন করেছি,তাদের খাওয়ার যোগাতে হিমসিম খাচ্ছি,তাই শেষ পর্যন্ত এ পথ ছাড়া আর কিছুই করার নেই।
পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের অনিমেষ মন্ডল বলেন মানুষের খাবারের অভাব হলে দুই এক দিন না খেয়ে থাকতে পারে।কিন্তু অবলা জন্তুর খাবার ফুরিয়ে গেলে তাদের চাওনি দেখে কষ্টের শেষ থাকে না।
অন্তহীন সমস্যা দেখার কেউ নেই,কারো কাছে বলেও এর সমাধান আছে বলে মনে হচ্ছে না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.