|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দেশেদেশে নতুন এক মহামারির নাম ধর্ষন দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২০
দেশে বর্তমানে ধর্ষণ সহ সকল অপরাধের বিচার দ্রুততার সহিত হচ্ছে বা হলেও অতিদ্রুততার সহিত এর স্থায়ী সমাধানের পথ খুজে বের করতে হবে।যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন জঘন্যতম কাজের সাথে জড়িত হচ্ছে তাদের কাছ থেকে ক্ষমতা ফিরিয়ে নিতে হবে। খুব আশ্চার্যের বিষয় হলো সকল অপরাধগুলো মধ্যে বিশেষ করে ইদানীং কালের সবচেয়ে আলোচিত সমালোচিত ধর্ষণের ঘটনাগুলো প্রিন্টমিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া সহ যাবতীয় প্রচার মাধ্যমে দেশে বিদেশে ব্যপক আকারে ভাইরাল হলেও এর কোন কমতি নেই বরং দিন দিন এসব ঘটনা ব্যপক হারে বেড়েই চলেছে। বুঝতে কস্ট হচ্ছে হঠাৎ দেশে কেন এমন সিরিয়াল ধর্ষনের ঘটনা ঘটেই চলছে।কোন প্রচারনাই অপরাধীদেরকে এহেন হীন কাজ থেকে রোখাতে পারছেনা।এ পর্যন্ত প্রচার পাওয়া যতোটি নেক্কারজনক ঘটনার তথ্য পাওয়া গেছে প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত কুলাঙ্গারদের দল মতের উর্ধে থেকে সর্বোচ্চ আইনানুগ শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রাথমিক স্তরে এই নিকৃষ্টতর কাজের লাগাম টেনে না ধরতে পারলে ইহা করোনার ন্যয় মহামারিতে রুপ নিতে পারে।হোক সেটা কোন একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত কিংবা অপরিকল্পিত শক্তহাতে এর লাগাম টেনে ধরতে হবে।এই ধর্ষণ কাজের নিকৃষ্ট কীটরা যে শুধু ক্ষমতশালীদের ছত্রছায়ায় এমন করছে তা কিন্তু নয়।এর জন্য দায়ী বর্তমান সমাজ ব্যবস্থা,প্রতিহিংসাপরায়ন রাজনৈতিক চর্চা,আইনের শাসনের সঠিক বাস্তবায়নের অভাব,পিতা মাতা দের চরম উদাসিনতা,সন্তানদের অধিকমাত্রায় স্বাধীনতা ভোগ করতে দেওয়া ইত্যাদি সহ কতেক ক্ষেত্রে ধর্ষীতার প্রাথমিক পর্যায়ের সাপোর্ট। বাংলাদেশ সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক পিতা মাতা কিংবা আইনানুগ অভিভাবকদেরকেও এ ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন আপনার দায়িত্ব আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ভুলে গেলে চলবে না যে,
"প্রতিরোধের চেয়ে প্রতিকারই উত্তম"।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.