|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২০
ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী শেষে ছাগলনাইয়া উপজেলা প্রসাশন সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য " নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন"।
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্ম নিবন্ধন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। স্কুলে ভর্তি, টিকা গ্রহন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্ম সনদের বিকল্প নেই। বক্তারা আরো জানান, স্বাস্থ্য কর্মী, ইউপি সচিব সহ অভিভাবকদের শিশুর জন্ম নিবন্ধন করার বিষয়ে আরো গুরুত্ব সহকারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ. এম আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হক চৌধুরী মাহবুব, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া পৌরসভার প্রতিনিধি আনোয়ার হোসেন মজুমদার ও মিলন কর্মকার, শুভপুর ইউপি'র সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও অন্যন্য ইউপি'র সচিব সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.