|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২০
নগরীর আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মাননীয় পুলিশ কমিশনার কনস্টবল হতে উর্ধ্বতন প্রত্যেকের আবেদন নিবেদন শোনেন এবং তা বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এসময়,পুলিশ কমিশনার অফিসার ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করার পাশাপাশি কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধিকরণ, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.