|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে সোনাগাজীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২০
-
সাম্প্রতিক সময়ে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন সহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ৫ই অক্টোবর সোমবার বিকালে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা শাখা।
ছাত্র আন্দোলন সভাপতি ইয়াছিন হাবীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম ফারাবীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আহসান উল্লাহ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সানাউল্লাহ, ইসলামি যুব আন্দোলনের উপজেলা সভাপতি জুনায়েদ হাবীব, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাসান হৃদয়, ছাত্র আন্দোলন উপজেলা দক্ষিন শাখার সাঃ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি জাবের হোসাইন, পৌর সাধারণ সম্পাদক আবু বকর প্রমূখ।
মুফতি আহসান উল্লাহ তার বক্তব্যে বলেন- আইন করে প্রত্যেক ধর্ষকের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে, তিনি আরো বলেন নির্যাতন ধর্ষন মুক্ত শান্তি সম্প্রীতির সমাজ বিনির্মানে ইসলামী শরিয়া আইনের প্রয়োগ ও খেলাফত প্রতিষ্ঠাই সর্বোত্তম পন্থা।
সমাবেশ শেষে দেশ জাতির শান্তি ও বরকত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.