|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে নরসুন্দা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২০
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে সোমবার (৫ই অক্টোবর) নান্দাইলের বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে নান্দাইলের নরসুন্দা নদী রক্ষা, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী দূষনমুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সমাজকর্মী এ হান্নান আল আজাদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আমরু মিয়া, সমাজ সেবক জাকির হোসেন ভূইঁয়া, আরএন শ্যামা, বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল কাদের ভূইঁয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুল এডভোকেট খায়রুল ইসলাম,লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, আবু হানিফ সরকার, এইচএম সাইফুল্লাহ, প্রমুখ।
মানববন্ধনে স্মারকলিপির নরসুন্দা নদী রক্ষায় দাবীগুলো পড়ছেন মোঃ সাইদুর রহমান। দীর্ঘ সময় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নরসুন্দা নদী সহ সকল নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর জায়গা দখলমুক্ত করণ, নদীতে পৌরসভার বর্জ্য না ফেলা, কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধনকারীদের জাল ফেলা বন্ধকরণ সহ অন্যান্য দাবী জানানো হয়েছে। পরে এক সভার মাধ্যমে নান্দাইল নদী রক্ষা কমিটিতে মোঃ সাইদুর রহমানকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.