|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
চরফ্যাসনের শশীভূষণ বাজার হাইস্কুলের সামনের রাস্তাটি বেহাল দশা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২০
ভোলার চরফ্যাসন উপজেলা শশিভূষণ থানা মধ্যে বাজার হইতে হাইস্কুলের সামনের রাস্তা শশিভূষণ ৩ নং ওয়ার্ড এলাকায় সংস্কারের অভাবে বেহাল গুরুত্বপূর্ণ মধ্যে বাজার সড়কটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। একটু বৃষ্টি হলে ভোগান্তির শেষ নাই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
শশিভূষণ মেইন সড়ক হইতে ৫৩ নং শশীভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ১১ নং রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যে বাজার সংলগ্ন রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় পানি জমে থাকায় মানুষকে চলাচল করতে হচ্ছে যানবাহন হতে নেমে কাদার মধ্যে দিয়ে। মানুষের চলাচলে কষ্টের যেন অন্ত থাকছে না প্রতিদিন।
শশীভূষণ মধ্যে বাজার থেকে চৌমনী বাজার, আট কপাট বাজার,পাচঁ কপাট বাজার,চেয়ারম্যান বাজার, জলিল বেপারীর হাট, সহ বিভিন্ন গ্রামে হাজার হাজার যানবাহন ও পথচারী এই রাস্তার উপর দিয়ে নিয়মিত যাতায়াত করে।
এ বিষয়ে জানতে চাইলে ১১ নং রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম বলেন, খুব দ্রুত এই রাস্তাটির সমাধান করার চেষ্টা করতেছি। ভোলা চরফ্যাশন এলজিইডির মাধ্যমে সড়কটি বাজেট ও হয়েছে ,খুব দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন তারা ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.