|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কল বাজারে (অনলাইন) চমক, সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা ব্যাপি নতুন করে চালু হয়েছে নিত্য প্রয়োজনীয় পন্যর সম্পূর্ণ ফ্রী সার্ভিসের আওয়াতা হোম ডেলিভারি অনলাইন সুপার শপ কল বাজার ডটকম। বৈশ্বিক করোনা দাবানলে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান থমকে গেছে ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে অনলাইন ভিত্তিক কল বাজার ডটকম মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহজেই। সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে কল বাজার ডটকম সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে চমক সৃষ্টি করেছে সূচনাতেই।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ তরিকুল ইসলাম (রকি), জোবায়ের নাজির (অপু), আবদুর রহমান ও মোঃ শাহীনুর ইসলাম এই চারজন উদ্যোক্তা মিলে মানুষের সেবায় করার ইচ্ছা প্রকাশের মাধ্যমে গত ২৮ শে সেপ্টেম্বর ২০২০ ইং কল বাজার ডটকম এর আত্মপ্রকাশ করেন। ১ অক্টোবর থেকে পুরোদমে মানুষের সেবায় দৌড়গড়ায় পৌঁছাতে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।
ছাগলনাইয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া অবস্থিত হাজ্বী দিদার ভবন এর নীচ তলায় কল বাজার ডটকম এর সেন্টার থেকে সম্পূর্ণ ফ্রী সার্ভিসে ও কোন রকম চার্জ ছাড়াই নিত্য প্রয়োজনীয় জিনিস সাশ্রয়ী মূল্য পৌঁছে দেওয়া হচ্ছে আপনার ঘরের আঙ্গিনায়। আপনার টেলিফোনে পৌঁছে যাবে কল বাজার ডটকম এর নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় সকল আইটেম। যার মধ্য রয়েছে মুদি মালামাল সামগ্রী, মাছ, মাংস, সবজি, ফল, কসমেটিক্স, কনফেকশনারি, বেকারি, ষ্টেশনারি, মোবাইল, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক, হার্ডওয়্যার, লন্ড্রি সার্ভিস, নাস্তা সহ দুপুর ও রাতে খাবার।
গ্রাহকদের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পন্য পেতে টেলিফোন করুন, ০১৮১০-২০৫৬৫৬ ও ০১৮১০-২০৫৫৬৬.ওয়েবসাইট www.callsbazar.com অথবা ফেসবুক পেইজ http://facebook.com/callbazarbangladesh। কল দিয়ে খুব সহজেই পণ্যের অর্ডার করে কোন রকম সার্ভিস চার্জ ছাড়াই ও গ্রাহকরা কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঘরে বসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে আহব্বান জানান তরুন চার উদ্যোক্তা।
কল বাজার ডটকম অনলাইন ভিত্তিক যদি তাদের গ্রাহকসেবার মান এর ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে ই-কমার্স জগতে এটিই হবে ছাগলনাইয়া উপজেলা সেরা প্রতিষ্ঠান এটিই মনে করেন সংশ্লিষ্ট গুনিজন ও গ্রাহকবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.