|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন সালাহ্উদ্দিন অনলাইন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২০
চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন সালাহ্উদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ্উদ্দিন। ফাইল ছবি
১৩৫ ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহ্উদ্দিন।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে সালাহ্উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আর শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন।
আরো পড়ুন : বাপেক্সের এমডিরা পদে থাকতে কাজ করেন না, অবসরে গেলে সম্ভাবনা বের করেন: জ্বালানি প্রতিমন্ত্রী
২০০৮ সালে প্রথমবার দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাহ্উদ্দিন। চার বছর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে সভাপতি পদে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের ফুটবলের সভাপতি পদে বসেন। আর এবারের জয়ের মধ্যদিয়ে তিনি চতুর্থবারের মতো সভাপতি হচ্ছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.