|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২০
পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার সকাল ১১টায় ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঝিকরগাছা থানার বাঁকড়া তদন্ত কেন্দ্রের আয়োজনে শংকরপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম উদ্বোধন করেন, বাঁকুড়া তদন্ত কেন্দ্রের এস আই হিমানীষ বিশ্বাস । এ সময় শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নিছার উদ্দিন,এস আই সাইফুল, শংকরপুর ইউনিয়নের সচিব এস এম জাহাঙ্গীর আলোম,শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধারন সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি ,সাবেক ছাত্রনেতা কবিরুজ্জামান মিঠু, নাজমুছ ছায়াদ,খলিলুর রহমান, পলাশ, মুুুুনছুর, ইউপি সদস্যরা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ কার্যক্রমের ফলে ইউনিয়ন এলাকার অনেক অপরাধ হ্রাস পাবে। পুলিশের সেবা দ্রুত জনগনের দ্বোরগোড়ায় পৌছে যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.