|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জের আহাম্মদপুর বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্ধোধন ইসলামী ব্যাংক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২০
খালেকুজ্জামান শামী, হাজীগঞ্জ থেকে,
দেশে ৮২ টি এজেন্ট ব্যংকিং আউটলেট উদ্ধোধন করল ইসলামী ব্যাংক। রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলা আহাম্মদপুর বাজারে ৮২ টি ব্যাংকিংএর সাথে একটি শাখা উদ্ধোধন করা হয়। অনলাইনে ব্যাংক শাখা গুলোর উদ্ধোধন করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাবুব - উল - আলম।
আহাম্মদপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এম এম রফিক চৌধুরী, রুপালী ব্যাংক হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক ইলিয়াছ রাজু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা বিনিয়োগ প্রধান মাসুম বিল্লাহ, আওয়ামীলীগ নেতা গাজী ওয়ালী উল্যাহ, শিক্ষক নেতা কাজী কাঞ্চন। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, মালীগাও হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, কাঁকৈতলা জনতা কলেজের শিক্ষক কবির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন আহাম্মদপুর বাজার শাখা ইন চার্জ মোশারেফ হোসেন মিজি। সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী এন্ড ব্রাদার্সের স্বত্বাধীকারি কাজী নুরুর রহমান বেলাল। মুনাজাত ও দোয়া করেন মাও. মাহ আলম আল কাদেরী সাহেব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.